জঙ্গি ধরতে অভিযান। দুই রাজ্য থেকে মোট ১৩ জন গ্রেফতার। শনিবার সকালে মহারাষ্ট্র এবং কর্নাটক মিলিয়ে মোট ৪১ জায়গায় হানা দেয় জাতীয় গোয়েন্দা সংস্থা। সেই অভিযানে এই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনআইএ।
মূলত ভারতের মাটি থেকে আইএসের শিকড় উপড়ে ফেলতে এই অভিযান বলে কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে। সেই কারণের মহারাষ্ট্রের একাধিক জেলার পাশাপাশি কর্নাটকের ১০টি জায়গায় সকাল থেকেই অভিযান চালানো হয়েছে। এরমধ্যে সাফল্য এসেছে থানে গ্রামীণ এবং শহর অঞ্চল থেকে।
সম্প্রতি মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল তাবিশ নাসের নামের এক ব্যক্তিকে। তার সঙ্গে আইএস যোগ থাকতে পারে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিল। এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, গত কয়েকমাসে তাবিশের মতো আরও অনেকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই শনিবার অভিযান চালানো হয়।