এবার হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুললেন নির্ভয়ার মা আশাদেবী। হাঁস খালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে। এবার তাঁর ওই মন্তব্যের কড়া সমালোচনা করলেন নির্ভয়ার মা আশাদেবী। আশাদেবীর মতে, মমতা অত্যন্ত ‘অসংবেদনশীল’ মন্তব্য করেছেন। একজন মুখ্যমন্ত্রীর কাছে এমন মন্তব্য যে প্রত্যাশিত নয়, সে বার্তাও দেন তিনি।
সোমবার হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হাঁসখালির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন... না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে... আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’’ এবার এই প্রেক্ষিতেই বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনা শোনা গেল আশার গলায়। তিনি বলেন, ‘‘তিনি যদি নির্যাতিতা সম্পর্কে এইধরনের মনোভাব পোষণ করেন, তা হলে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকা উচিত নয়। একজন মহিলা হিসেবে তিনি এইধরনের মন্তব্য করলে তা ওঁর পদের সঙ্গে মানানসই হয় না।’’
আরও পড়ুন- Damayanti Sen: রাজ্যের চার ধর্ষণ মামলার তদন্তে নজরদারির দায়িত্বে দময়ন্তী সেন, নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের(Rape) অভিযোগ ওঠে। তৃণমূল(TMC) পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে। তীব্র যন্ত্রণা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পরদিন ভোরবেলায় ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য নাবালিকার দেহ ‘জোর করে’ শ্মশানে(Burning Ghat) দাহ করে ফেলা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায়, সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয় বলেও অভিযোগ।
যদিও মঙ্গলবারও গ্রেফতার করা হয়েছে আরেক অভিযুক্তকে। হাঁসখালি কাণ্ডে(Hanskhali Rape Case) গ্রেফতার আরও এক। সোমবার রাতে প্রভাকর পোদ্দার নামে তৃণমূল নেতার(TMC Leader) আরেক ভাগ্নেকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার দিন প্রভাকর ঘটনাস্থলে ছিল বলে জানিয়েছে মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালা।