কলকাতার হাঁসফাঁস ফরমে মনটা সেই কবে থেকেই পাহাড়-পাহাড় করছে বাঙালির। হাতের কাছেই পাহাড় বলতে পড়শি রাজ্য সিকিম। নিউ জলপাইগুড়ি থেকে সিকিম যাওয়া এবার আরও সহজ, চালু হচ্ছে সস্তার অ্যাপ ক্যাব।
শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সরাসরি এই ক্যাবে পৌঁছনো যাবে সিকিমের গন্তব্যে।
গ্যাংটক যেতে সম্পূর্ণ গাড়ি রিজার্ভ করতে গেলে এতদিন অধিকাংশ ক্ষেত্রে ১০-১২ হাজার টাকা খরচ করতে হয় পর্যটকদের। সেখানে নতুন অ্যাপ ক্যাবে সিকিমের গাড়িভাড়া বাবদ দিতে হবে ৫ হাজার টাকা। গাড়িতে ৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, সেই হসেবে মাথাপিছু অ্যাপ ক্যাবের ভাড়া পড়বে ১,০০০ টাকা।