করোনাভাইরাস প্রতিরোধে অন্যতম বড় হাতিয়ার টিকা (Covid Vaccine)। বারবার এই কথাই বলে আসছেন বিশেষজ্ঞরা । এই পরিস্থিতে টিকাকরণ নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোভিড টিকা নিয়ে কোনও ব্যক্তিকে জোর করা যাবে না ।
সরকারের কোভিড টিকা নীতি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে । সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, টিকা নিয়ে সরকারের বর্তমান নীতি ‘অযৌক্তিক নয়’। তবে টিকা না নেওয়ার জেরে সাধারণ মানুষকে যে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাও ঠিক নয় । সেক্ষেত্রে, কোনও ব্যক্তিকে করোনা টিকা নিতে বাধ্য করা যাবে না ।
আরও পড়ুন, India Covid Update : দেশে কোভিড গ্রাফ সামান্য নিম্নমুখী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৫৭, মৃত ২৬
আদালত জানিয়েছে, কিছু রাজ্য সরকার এবং কিছু সংস্থা টিকার ব্যাপারে এমন কিছু শর্ত আরোপ করেছে, যা টিকা না নেওয়া ব্যক্তিদের সমস্যায় ফেলছে । বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন । সুপ্রিম কোর্টের নির্দেশ, বর্তমান পরিস্থিতিতে এই শর্ত প্রত্যাহার করা উচিত ।
উল্লেখ্য, করোনা থেকে বাঁচতে টিকাকরণ অন্যতম হাতিয়ার । কিন্তু, সেখানে করোনা টিকা নেওয়ার বিষয়ে অনেকের মধ্যে অনীহা লক্ষ্য করা গিয়েছে । বহু ভারতীয় এখনও টিকা নেননি । আর টিকা না নেওয়া থাকলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । বিদেশ ভ্রমণ হোক বা আন্তঃরাজ্য ভ্রমণ, সব জায়গায় ভ্যাকসিন বাধ্যতামূলক । অনেক জায়গায় সিনেমা হলে যেতে গেলেও দেখাতে হচ্ছে টিকাকরণের শংসাপত্র । এই পরিস্থিতিতে কোভিড টিকাকরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ।