লোকসভা ভোটে সন্ত্রাস বরদাস্ত করা হবে না। অবাধ এবং সন্ত্রাসমুক্ত ভোট করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। কোনও রকম অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।
ভোট সন্ত্রাস রুখতে শুরু থেকেই কড়া নির্বাচন কমিশন। শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগে সন্ত্রাস রুখতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করা হয় কমিশনের তরফে।
কী কী পদক্ষেপ করা হচ্ছে?
১. সর্বক্ষণের জন্য মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় কন্ট্রোল রুম তৈরি হবে।
২. ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
৩. চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা ভোটের কাজে ব্যবহার করা হবে না
৪. ভোটের আগে এবং ভোটের পরের কোনও সন্ত্রাস বরদাস্ত করা হবে না।
৫. যে কোনও অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে
৬. সন্ত্রাস-মুক্ত ভোট করাতে DM এবং SP-দের দায়িত্ব নিতে হবে
৭. মোট ৩৪ হাজার কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন - নির্বাচনের আগে চমক, গেরুয়া শিবিরে সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল
৮. BSF, IT, নারকোটিক্স,GST সহ একাধিক এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে।
৯. ব্যাঙ্কের তরফে সমস্ত তথ্য় নিয়মিত পাঠানো হচ্ছে।
১০. দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
১১. হেলিকপ্টার এবং ব্যাক্তিগত বিমান নামলে ভিতরে থাকা সমস্ত সামগ্রী তল্লাশি করা হবে।