প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শান্তি পুরস্কারের সম্ভাব্য দাবিদার বলেননি তিনি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন ভারত সফরকারী নোবেল প্রতিনিধি দলের প্রধান অ্যাসলে তোজো। সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা 'ভুয়ো' বলে দাবি করেন তিনি।
পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "একটি ভুয়ো খবরের টুইট পাঠানো হয়েছিল। বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা উচিত।" বিষয়টি নিয়ে আলোচনা না করার পক্ষেও সওয়াল করেন তিনি।
এই মুহূর্তে ভারতে রয়েছে নোবেল পুরস্কার কমিটির প্রতিনিধি দল। অ্য়াসলে তোজো প্রতিনিধি দলের প্রধান ও নোবেল পুরস্কার কমিটির ডেপুটি চিফ। একাধিক সংবাদমাধ্যমে রিপোর্টে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তোজো। যদিও তাতে নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ ছিল না বলেই দাবি করেন তিনি। তোজো জানিয়েছেন, তিনি যা বলেছিলেন, তার সঙ্গে ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই।