রবিবার দুপুর আড়াইটে। ভেঙে পড়বে টুইন টাওয়ার। না নিউইয়র্কে নয়। এই টাওয়ার নয়ডাতে। গত বছর বেআইনি নির্মাণের অভিযোগ এই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় এক বছর পর সেই টুইন টাওয়ার এবার ভাঙতে চলেছে। কে ভাঙবেন এই বাড়ি ? জানা গিয়েছে, একটি বোতামর টিপে এই বাড়ি ভাঙার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন হরিয়ানার চেতন দত্ত। রবিবাসরীয় দুপুরেই মিটতে চলেছে তাঁর আশা।
হরিয়ানার হিসারের বাসিন্দা চেতন। তাঁকে বোতাম টিপে এই বাড়ি ভাঙার বরাত দেওয়া হয়েছে। মাত্র ৯ সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়বে অ্যাপেক্স এবং সিয়ানে। চেতনকে এই কাজের বরাত দিয়েছে মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং, এই সংস্থাই টুইন টাওয়ারের ধ্বংসপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।
চেতন জানিয়েছেন, নয়ডার এই কাজটা তাঁর কাছে স্বপ্নের মতো। তাঁর মতে, তাঁর স্বপ্ন সত্যি হচ্ছে। যখন সুপ্রিম কোর্ট টুইন টাওয়ার ভাঙার নির্দেশ দিয়েছিল, কেউ এক জন তাঁকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিল। তখন থেকেই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এই বহুতল ভাঙার সুযোগটা যেন তাঁকেই দেওয়া হয়। যদিও তাঁকেই যে এই কাজটার জন্য বেছে নেওয়া হবে, তা ভাবেননি। কয়েক মাস পরে, জুলাইতে এডিফিস তাঁর সঙ্গে যোগাযোগ করে। মূলত বাড়ি ভাঙার কাজ করে থাকে চেতনের সংস্থা।
গত ১০ দিন ধরে বহুতল দু’টির মধ্যে অতি সন্তর্পণে বিস্ফোরক পদার্থ সরবরাহ করছেন চেতন এবং তাঁর টিম। প্রস্তুতি শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার দুপুর ঠিক আড়াইটের সময় কাঙ্ক্ষিত সেই বোতামে চাপ দেবেন চেতন দত্ত।