২২ জানুয়ারি রামমন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সেজে উঠেছে গোটা দেশ। সেজে উঠেছে অযোধ্যা। এরই মধ্যে অনেকে অ্যামাজন ই-কমার্স সাইটে নাকি রামমন্দিরের প্রসাদের সন্ধান পেয়েছেন। সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রাম মন্দিরের প্রসাদের নাম মিষ্টি বিক্রি করা হচ্ছে।
এবার এই বিষয় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অ্যামাজনকে একটি নোটিসও দিয়েছে। এই বিষয় সংস্থার কাছে জবাবও তলব করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব না দিতে পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নোটিসে।
অ্যামাজন ই-কমার্স সাইটের বিরুদ্ধে অভিযোগ, মিষ্টির নিচে যে ডেসক্রিপশন থাকে, তাতে প্রসাদের কথা লেখা আছে। রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রামমন্দির প্রসাদ, রামমন্দির অযোধ্যা প্রসাদ, এমন কি-ওয়ার্ডসও দেওয়া আছে। যার ফলে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ। ক্রেতা সুরক্ষা আইনে নোটিস পাঠানো হয়েছে।