হায়দরাবাদের বিরিয়ানি খেতে মন চাইছে! বা লখনউর গুলাটি কাবাব! ছুটির দিনে ইচ্ছে করছে একটু চেখে দেখবেন, কেমন হয় মহারাষ্ট্রের বড়াপাও বা গুজরাতি খাবার ধোকলা! এবার কলকাতা বসেই সব সম্ভব। কর্মসূত্রে বা দীর্ঘদিন বাইরে থাকলে হঠাৎ কলকাতার রসগোল্লা বা ছানাপোড়ার জন্য মন কেমন করলেও তা হাজির হয়ে যাবে আপনার দরজায়। এমনই এক পরিষেবা চালু করতে চলেছে জোম্যাটো (Zomato Delivery)। যেখানে এক শহরে বসে অর্ডার দেওয়া যাবে অন্য শহরের খাবার।
বেশ কিছু রেস্তরাঁর সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে জোম্যাটো। তবে এই পরিষেবা এখনও পরীক্ষামূলক ভাবে আছে। নাম রাখা হয়েছে ইন্টারসিটি লেজেন্ডস (Intercity Legends)। সূত্রের খবর, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাবার আনানো যাবে এই পরিষেবার মাধ্যমে। সময় লাগবে অন্তত একদিন। খাবারের বরাত দেওয়ার পর বায়ুরোধক পাত্রে ভরে সড়ক বা বিমানপথে তা পাঠানো হবে গন্তব্যে। বিশেষ কিছু খাবার ফ্রিজিং করে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: পঞ্চায়েতে ভোট লুট করতে এলে বন্দুক ভাঙবে বিজেপি, হুঁশিয়ারি সুকান্তর
তবে সরকারিভাবে এখনও এই নিয়ে কিছু জানায়নি জোমাটো কর্তৃপক্ষ। সব গ্রাহকের অ্যাপেও এখনও পরিষেবা চালু হয়নি।