চন্দ্রযান-৩ এর মিশনে আরও এক সাফল্য।এই মিশনে নিউক্লিয়ার (Nuclear Energy) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেই প্রযুক্তিতেই সফলতা এসেছে। ফলে আগামীদিনেও মহাকাশযানে নিউক্লিয়ার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।
কী এই নিউক্লিয়ার প্রযুক্তি?
চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের পাশাপাশি দুটি প্রপালশন মডিউল রয়েছে। ওই মডেলে দুটি 'রেডিয়ো আইসোটোপ ইউনিট' যুক্ত করা হয়েছিল। এই 'রেডিয়ো আইসোটোপ ইউনিট' মহাকাশযানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সেই বিষয়েই এবার বড়সড় সাফল্য সামনে এল।
আরও পড়ুন - ১০ বছরে দেশে মাছ খাওয়ার পরিমাণ বেড়েছে দ্বিগুন! গোটা দেশই এখন মৎস্যপ্রেমী
জানা গিয়েছে,প্রপালশন মডিউল চাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর তার সঙ্গে কাজ করছে ওই রেডিয়ো আইসোটোপ ইউনিটও। যা দেখে আশাবাদী বিজ্ঞানিরা। এই সাফল্যের ফলে আগামীদিনেও মহাকাশযানে রেডিয়ো আইসোটোপ ইউনিটের মতো পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে আরও সফলতা আসতে পারে।