স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই এক নার্সকে গণধর্ষণের অভিযোগ উঠল। এমনকি শুধু ধর্ষণ নয়। গোটা ঘটনার ভিডিয়ো করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের ছিপছিপি গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে একজন পলাতক। একজন নাবালক। বাকি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে স্বাস্থ্যকেন্দ্রে বসে কাজ করছিলেন ওই মহিলা। তিনি একা কাজ করছিলেন দেখে আচমকাই চার জন ঢুকে পড়ে স্বাস্থ্যকেন্দ্রে। মহিলার হাত-পা বেঁধে চলে মারধর। তারপর তাঁকে গণধর্ষণ করা হয়। এমনকি পুলিশকে জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
এরপর মহিলা গোটা ঘটনাটি পরিবারকে জানায়। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই স্বাস্থ্যকেন্দ্রের বাকি কর্মীরা। অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবিও জানিয়েছেন তাঁরা।