বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। শনিবারের পর রবিবারও বাতিল হয় বহু ট্রেন। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগ নিল ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরী, ভুবনেশ্বর, কটক থেকে কলকাতা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করলেন। বিনামূল্যে কলকাতা আসতে পারবেন আটকে পড়া যাত্রীরা। রোজ ৫০টি করে বাস চলবে।
রবিবার থেকে এই সার্ভিস চালু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই পরিষেবা চলবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে এই পরিষেবা চলবে। জানান ওড়িশার মুখ্যমন্ত্রী।
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ওড়িশাবাসীর জন্য পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে।