দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সেকারণে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী ওড়িশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না। জানা গিয়েছে, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এবং কামরাগুলি করমণ্ডল এক্সপ্রেসের লাইনে এসে পড়ে। সেখানেই সজোড়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন।
দুর্ঘটনার জেরে যে সব ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে, বালাসোর-ভূবনেশ্বর এক্সপ্রেস, জলেশ্বর-পুরী এক্সপ্রেস, বারিংপোশি-পুরী এক্সপ্রেস, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়গপুর-ভদ্রক এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া- সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, বালাসোর-ভদ্রক এক্সপ্রেস, শালিমার-হায়দ্রাবাদ এক্সপ্রেস এবং হাওড়া-তিরুপতি এক্সপ্রেস।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্য়া কমপক্ষে 233। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে, রেলদুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮৮।