ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ফের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি। শনিবার দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবরে রেল জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ২৮৮ জন। আহতের সংখ্যা ৭৪৭। এদের মধ্যে ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসরে একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। রেলের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, সিগন্যালের ত্রুটির কারণেই এই গন্ডগোল হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।