বাল্বের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন । কখন তাঁর এক চিলতে অন্ধকার কুঁড়ে আলোকিত হয়ে উঠবে, তারই অপেক্ষা শুধু । এ অপেক্ষা যে একদিন, দু'দিনের নয় । ৭০ বছরের । চুল পেকে গেল কিন্তু, এত বছরেও উত্তরপ্রদেশের বুলন্দশহরের নুরজাহানের ঘরে কারেন্ট পৌঁছয়নি । তবে, দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাঁর । অবশেষে আলো এসেছে তাঁর ঘরে । তাই ঘরের বাল্বটা জ্বলে উঠতেই বলিরেখা পড়া মুখটা জ্বলজ্বল করে উঠল নুরজাহানের । সেইসঙ্গে চোখের কোণে আনন্দাশ্রু । এ দৃশ্য মনে করাবে 'স্বদেশ' সিনেমার কথা ।
স্বদেশ সিনেমাতে বৃদ্ধার মসীহা ছিলেন শাহরুখ । বুলন্দশহরের নুরজাহানেরও কী সেরকম কেউ মসীহা রয়েছেন ? অবশ্যই রয়েছেন । তিনি আইপিএস অফিসার অনুকৃতি শর্মা। বুলন্দশহরের অতিরিক্ত এসপি হয়ে সম্প্রতিই কাজে যোগ দিয়েছেন । গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন তিনি । মানুষের অভাব-অভিযোগ শুনছেন । নুরজাহানের সমস্যার কথাও শুনেছেন । এরপরই অনুকৃতি শর্মা নুরজাহানের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে উদ্যোগী হন । শুধু আলো নয়, বৃদ্ধার জন্য স্ট্যান্ড ফ্য়ানেরও ব্যবস্থা করেছেন অনুকৃতি । উত্তরপ্রদেশের পুলিশের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ।
বৃদ্ধার অভাবের সংসার । আলো নেই । অন্ধকারে থাকতে সমস্যা হয় । অবশেষে কিছুটা হলেও সেই সমস্যার সমাধান করলেন অনুকৃতি । তাঁর হাত ধরে সহস্র কোটি ধন্যবাদ জানিয়েছেন বৃ্দ্ধা । শুধু নুরজাহান নয়, আরও অনেকের মসীহা হয়ে উঠছেন এই আইপিএস অফিসার ।