ট্যাবলো (Tablo) ‘রাজনীতি’ (Politic)।
প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে এই ইস্যুতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। পরিস্থিতি সামাল দিতে অবশেষে ময়দানে নামতে হল প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংকে (Rajnath Singh)।
মঙ্গলবার বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজেই চিঠি লিখলেন প্রতিরক্ষামন্ত্রী। বোঝাতে চাইলেন, ট্যাবলো নির্বাচনের বিষয়টি কেন্দ্রের হাতে নেই। বিদ্বজ্জনেদের নিরপেক্ষ কমিটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
সংঘাতের সূত্রপাত দিন কয়েক আগে। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫তম জন্মদিবস নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিলকে ঘিরে। কেন্দ্রের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে, কেন্দ্রের উত্তরে উঠে আসে অভিযোগের শুরু। মঙ্গলবার এই সুরকে সিলমোহর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণও (Nirmala Sitaraman)। তাঁর অভিযোগ, ট্যাবলো নিয়ে অহেতুক রাজনীতি করছে তৃণমূল।
পাল্টা জবাব দেওয়া হয় তৃণমূল (Tmc) শিবির থেকে। সাফ জানানো হয়, ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত বাংলাকে ব্রাত্য করা ছাড়া আর কিছুই নয়। কারণ, এর আগেও মোদী সরকারের সিদ্ধান্তে বাতিল করা হয়েছে রাজ্যের ট্যাবলোকে। যার মধ্যে আছে কন্যাশ্রীর থিমে করা ট্যাবলো।
পরিস্থিতি ঘোরালো হচ্ছে বুঝতে পেরেই এবার আসরে প্রতিরক্ষামন্ত্রী এবং বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। চিঠিতে তাঁর দাবি, রাজ্যের ট্যাবলো বাতিলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। চিঠিতে রাজনাথ আরও মনে করিয়ে দিয়েছেন, ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০২১ সালে কেন্দ্রে মোদী সরকার থাকাকালীনই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্থান পেয়েছিল বাংলার ট্যাবলো। শুধু বাংলাকে নয়, রাজনাথ চিঠি লিখেছেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্তালিনকে (M K Staline)। কারণ, বাংলার পাশাপাশি এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল করা হয়েছে তামিলনাড়ু এবং কেরলেও ট্যাবলো।
এদিকে, ট্যাবলো বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি বলেন, 'সিপিডাব্লিউডি নাকি নেতাজিকে নিয়ে একটি ট্যাবলো তৈরি করেছে। তারা তো ব্রিজ বানায়। তারা রাস্তা বানায়। তারা কেন্দ্রীয় সরকারের ঘরবাড়ি বানায়। তারা নেতাজির ট্যাবলো তৈরি করতে পারে। অথচ পশ্চিমবঙ্গ সরকার, দীর্ঘদিনের প্রচেষ্টায় একটি ট্যাবলো বানানো তার পরিবর্তে সিপিডাব্লিউডি এর ট্যাবলো প্রাধান্য পেল এটা হাস্যকর।'