ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
৬ সেপ্টেম্বরের দিনটি ভারতীয় ও বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ঘটনার সাক্ষী। ১৮৮৯ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র বোস। তিনি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মেজ ভাই। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ১৯২১ সালে যখন সুভাষ চন্দ্র বসু যখন সিভিল সার্ভিসের পদ থেকে ইস্তফা দেন তখন শরৎচন্দ্র বোসের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল,মেজ ভাই শরৎ বোসের আদর্শে সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর। এবং তাঁর দেখানো পথেই আগামী দিনে এগিয়ে চলবেন তিনি। ১৯৩৬ থেকে ১৯৪৭ সালের জানুয়ারি পর্যন্ত তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন।তিনি ১৯৪৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী ছিলেন।
৬ সেপ্টেম্বরের দিনটি ছিল ভারতীয় বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। সমকামিতা ভারতে আর অপরাধ নয় বলে ওই দিন রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ওই রায় দেয়। এই যুগান্তকারী মামলার রায় দেওয়ার সময়, বেঞ্চ বলেছিল যে " সম্মতি নিয়ে সমকামিতা কোনও অপরাধ নয়।" দীর্ঘ লড়াইয়ের পর ওইদিনের রায়ে অবশেষে স্বস্তির হাসি ছিল সমকামিতার স্বীকৃতির পক্ষে সওয়ালকারীদের মুখে।
চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরাসোভা। তাঁর প্রথম ছবি ছিল সংশিরো সুগাতা। বিশ্বব্যাপী তাঁর তৈরি ছবি সমাদৃত হয়েছিল। প্রথমে তিনি একটি স্টুডিওতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে চলচ্চিত্র তৈরি করেন। তাঁর এমন কয়েকটি সিনেমা রয়েছে যেগুলির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি। তার মধ্যে রয়েছে রশোমন, সেভেন সামুরাই, দেরসু উজালা, ব্ল্যাড অন দ্যা থ্রোন ইত্যাদি। ১৯৯৮ সালে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আজকের এই বিখ্যাত পরিচালক।