On This Day in History 22 Dec: ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যেকটি দিন। ২২ ডিসেম্বরের সঙ্গেও জড়িয়ে অনেক ইতিহাস। ১৬৬৬ সালে এই দিন পটনায় জন্মগ্রহণ করেন দশম শিখ গুরু গোবিন্দ সিং। তাঁর জন্মের সময় গুরু তেগ বাহাদুর অসমে ধর্মপ্রচারে গিয়েছিলেন। শিখ ধর্মে নতুন পথের শুরু করেন গুরু গোবিন্দ সিং।
এই দিনের সঙ্গে জুড়ে ভারতীয় রেলের নামও। ১৮৫১ সালে ভারতে প্রথম মালগাড়ি চলে। এরপর ভারতের লাইফ লাইন হয়ে যায় রেল। রুরকি থেকে পিরান কোলিয়াড়ি পর্যন্ত ভারতে প্রথম মালগাড়ি চলে। ২টি বগি ছিল এই মালগাড়িতে।
এই দিনটির সঙ্গে প্রাইড মুভমেন্টও জড়িয়ে। আমেরিকার সমকামীরা ২০১০ সালে প্রথম আইনত স্বীকৃতি পান। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন আইন পাস করেন। ১৯৯৩ সালে আমেরিকায় এই নিয়ে একটি আইন পাস হয়। ওই আইনে সমকামীদের অধিকার লঙ্ঘিত হত।