প্রয়াত দূরদর্শনের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা গীতাঞ্জলি আইয়ার (Gitanjali Iyer dies) । দূরদর্শনের প্রথম ইংরেজি সংবাদ উপস্থাপকদের মধ্য়ে অন্য়তম ছিলেন তিনি । ৩০ বছরেরও বেশি সময় ধরে সংবাদ পরিবেশনার কাজ করেছেন । বুধবার না ফেরার দেশে পাড়ি দেন তিনি ।
আশির দশকে পরিচিত মুখ ছিলেন তিনি । ছোট করে কাটা চুল, শাড়ি, ছিমছাম গয়না, এটাই ছিল তাঁর স্টাইল স্টেটমেন্ট । সাবলীল ইংরেজি উচ্চারণে সংবাদপাঠারে জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন । ১৯৭১ সালে দূরদর্শনে যোগদান করে চারবার সেরা সঞ্চালক হিসেবে পুরস্কৃত হন গীতাঞ্জলি আইয়ার । তাঁর অসামান্য কৃতিত্ব এবং অবদানের জন্য ১৯৮৯ সালে অসামান্য মহিলাদের হিসেবে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরস্কার জিতেছিলেন তিনি । এছাড়া, অল ইন্ডিয়া রেডিওতে একটি সাপ্তাহিক গানের অনুরোধ সম্পর্কিত অনুষ্ঠানও উপস্থাপন করেছিলেন ।
আরও পড়ুন, Maharashtra News: টুকরো করে কাটা দেহ উদ্ধার থানের ফ্ল্যাট থেকে, লিভ ইন সম্পর্কে ছিলেন মহিলা