মেয়েকে ধর্ষণ করা হয়েছে । পুলিশেও অভিযোগ জানান তিনি । কিন্তু, সেই পুলিশের কাছেই 'ধর্ষিতা' হতে হল মা-কে ! এমনই অভিযোগ উঠছে । উত্তরপ্রদেশের কনৌজ জেলার ঘটনা । অভিযুক্ত ওই পুলিশকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি সাসপেন্ডও করা হয়েছে তাঁকে ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৭ বছরের এক কিশোরীকে 'ধর্ষণ' করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর মা । অনুপ মৌর্য নামে এক পুলিশ কর্মী এই ঘটনার তদন্ত করছিলেন । তিনিই ওই মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ । মহিলার অভিযোগ, ২৮ অগস্ট ওই পুলিশকর্মী তাঁর আবাসনের কাছে একটি পেট্রল পাম্পের সামনে তাঁকে দেখা করতে বলেন । সেখানে ওই মহিলা যাওয়ার পর তাঁকে নিজের আবাসনে নিয়ে যান পুলিশকর্মী । সেখানেই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মী ।
অভিযুক্ত পুলিশ কর্মীর দাবি, তিনি কিছু নথিপত্রে সই করানোর জন্য মহিলাকে আবাসনে নিয়ে গিয়েছিলেন । ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে । ঘটনার তদন্ত শুরু করেছে কনৌজ থানার পুলিশ ।