যুদ্ধজর্জর ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল এক বিমান। বুধবার রাতেই ইজরায়েলে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর হয়ে 'অপারেশন অজয়'-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে ভারতীয়দের নিয়ে দেশের মাটিতে অবতরণ করল প্রথম বিমান।
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতীয়দের স্বাগত জানাতে।
বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বি ৭৮৭ টেল আভিভ রওনা হয়েছিল ইজরায়েলের উদ্দেশে।
ইজরায়েলে আটকে পড়া মানুষদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতের দূতাবাস। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী নানা পেশার সঙ্গে যুক্ত ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারের উপর। গত শনিবার ভোররাতে ইজরায়েলে ওপর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে তাঁদের অনেকেই কার্যত গৃহবন্দি।