আসন্ন লোকসভা ভোটের কৌশল ঠিক করতে পাটনায় চলছে বিরোধীদের বৈঠক। বৃহস্পতিবারই এই বৈঠকে যোগ দিতে পাটনা পৌচ্ছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সেখানে গিয়ে হাজির হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় মাস দুয়েক আগে থেকেই বিরোধীদের একজোট করার জন্য সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
এদিন পটনায় হাজির হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। পটনা এয়ারপোর্টে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও । অপেক্ষা ছিল কংগ্রেসের । সেই অপেক্ষার অবসান ঘটে । এছাড়া, সিপিএমের সাধারণ সম্পাদক সীতেরাম ইয়েচুরিও বিরোধী বৈঠক উপলক্ষে পটনায় পৌঁছে গিয়েছেন ।
নীতীশ কুমারের উদ্যোগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক। তবে, এদিনের বৈঠকে থাকছেন না মায়াবতী । উল্লেখ্য, শুক্রবার মেগা বৈঠকের একদিন আগেই পটনা পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার এয়ারপোর্ট থেকে সোজা পৌঁছে গিয়েছেন লালুপ্রসাদ যাদবের বাড়িতে । এরপরই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলনেত্রী । সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আগে এই ধরনের বৈঠকে মমতার সঙ্গী হতেন মুকুল রায়। যদিও বর্তমানে তিনি কোন দলে আছেন সে নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। এই অবস্থায় সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায । অর্থাৎ মমতা একপ্রকার বুঝিয়ে দিলেন, জাতীয় ক্ষেত্রেও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকই ।
বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট তৈরিতে অনেক আগের থেকেই সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভা ভোটের আগে সেদিকেই আরও একধাপ এগোতে চলেছেন তিনি । তবে, এই বিরোধীদের বৈঠক কতটা ফলপ্রসূ হয়, তা সময়ই বলবে ।