উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে বিরোধী জোট প্রার্থী হলেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা। রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকের পর মার্গারেট আলভাকে বেছে নেওয়া হয়। উল্লেখ্য, এই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল। যদিও আগেই তাঁরা এই বৈঠকে না থাকার কথা জানিয়েছিল।
রবিবার বিরোধী শিবির বৈঠক করে ধনকড়ের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করল মার্গারেট আলভার নাম। ফলে আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) লড়াই হবে জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার। আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া ৫ বারের সাংসদও ছিলেন। যদিও সমর্থনের নিরিখে ধনকড়ের জয়ের পথ এমনিতেই মসৃণ। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা এই লড়াইয়ে বেগ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
মার্গারেট আলভার জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯ সালে রাজনীতিতে যোগ দেন। কংগ্রেসের ‘হাত’ ধরে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে সংসদে পা রাখেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়া উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন মার্গারেট আলভা।