সারা ভারত মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। এবার নেট পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর এর পরেই বিরোধী দলগুলি একযোগে সুর চড়িয়েছে NDA সরকারের বিরুদ্ধে।
বুধবার রাতেই টুইট করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। ব্যাঙ্গাত্মক সুরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, নরেন্দ্র মোদী পরীক্ষা নিয়ে অনেক আলোচনা করেছেন। কিন্তু নেট পরীক্ষা নিয়ে আলোচনা কখন করছেন সেনিয়ে প্রশ্ন তোলেন।
কংগ্রেসের অভিযোগ, দেশের পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে BJP। কারণ মঙ্গলবার দেশজুড়ে নেট পরীক্ষা নেওয়া হলেও বুধবার তা বাতিল করে দেওয়া হয়।
শুধু কংগ্রেস নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে সমাজবাদী পার্টি (SP)। এস পি-র নেতা অলিখেশ যাদবের বক্তব্য, বিজেপির শাসনে দেশে সক্রিয় হয়েছে প্রশ্ন ফাঁসের চক্রীরা। পুরো বিষয়টিকে বড়সড় চক্রান্ত বলেও অবিহিত করেন তিনি।