মোবাইলে 'পাবজি' খেলতে গিয়ে প্রেম । ভালবাসার টানে চার সন্তানকে কোলে নিয়ে সোজা ভারতে চলে এলেন পাক মহিলা । অনুপ্রবেশের অভিযোগে ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে নয়ডা পুলিশ । তাঁর ভারতীয় প্রেমিককেও আটক করা হয়েছে । দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
পাকিস্তানি মহিলার নাম সীমা গুলাম হায়দর । তাঁর প্রেমিকের নাম শচীন । জানা গিয়েছে, প্রথমে পাকিস্তান থেকে নেপাল আসেন সীমা । তারপর সেখান থেকে ভারতে অনুপ্রবেশ করেন । এরপর নয়ডাতে চলে আসেন । তাঁর সঙ্গে ছিল চার সন্তানও । গ্রেটার নয়ডায় রাবুপুরা এলাকায় প্রেমিকের ভাড়া বাড়িতে এসে ওঠেন তিনি । পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায় । তারপর তাঁদের আটক করে ।