এবার থেকে বছরে ২০ লক্ষ টাকা লেনদেনে অবশ্যই জমা দিতে হবে প্যান-আাধার কার্ড(Pan-Aadhar Card)। ব্যাঙ্ক, পোস্ট অফিস, কো-অপারেটিভ ব্যাঙ্ক সহ সবক্ষেত্রেই এই নিয়ম জারি হয়েছে। আগামী ২৬ মে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
জানা গেছে, আয়কর বিভাগের কথা মাথায় রেখেই নতুন এই নিয়ম জারি হয়েছে। এর ফলে সহজেই বড় ধরনের নগদ লেনদেনের(Cash Transaction) বিষয়ে নজর রাখতে পারবেন তারা। সরকারের ধারণা, নতুন এই নিয়মের ফলে আয়কর আইন ১৯৬১ এর ধারা ১৯৪-এন এর আওতায় টিডিএস(TDS) ছাড়াও অন্যান্য ফাঁকফোকরগুলি বন্ধ করা যাবে।
কেন্দ্রীয় সরকারের তরফে বহুদিন ধরেই সাধারণ মানুষকে প্যান-আধার লিঙ্ক করতে বলা হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, ৩১ মার্চ, ২০২৩-এর পর থেকে আধার লিঙ্ক করা না থাকলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
নাঙ্গিয়া অ্যান্ড কো এলএলপি পার্টনার শৈলেশ কুমার(Silesh Kumar) বলেছেন, “এই নিয়ম ট্যাক্স বিভাগকে আরও মজবুত করবে। যারা বেশি টাকার লেনদেন করেও কর ফাঁকি দিচ্ছিলেন, নতুন নিয়মে তাঁরা ধরা পড় যাবেন।"