কেন্দ্রে যখন শাসক ও বিরোধী রাজনৈতিক উত্তাপের পারদ পারদ বাড়ছে ঠিক সেসময়ই আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ইতিমধ্যে প্রথামাফিক বুধবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল।
এবারের বাদল অধিবেশন নিয়ে সরগরম হতে পারে সংসদ ভবন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। অন্যদিকে মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকের পর সরকার পক্ষ বেশ কিছু চাপে রয়েছে বলেও মনে করা হচ্ছে।
আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে প্রায় ২১টি বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ। তার মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ সংক্রান্ত বিল, জৈবিক বৈচিত্র, অভিন্ন দেওয়ানি বিধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় কেন্দ্র। এবং তারজন্য ইতিমধ্যে আইন মন্ত্রক ও আইন কমিষণকেও বিলের খসড়া তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, মণিপুর সমস্যা, অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি বিষয়গুলি নিয়েও বিরোধীরা কেন্দ্রকে চেপে ধরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অন্যদিকে মঙ্গলবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তবে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক থাকায় অনেকেই ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।