সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই প্রেক্ষিতে অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক শেষে বিরোধীদের আশ্বস্ত করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। পাশাপাশি জোশী বিরোধীদেরও বিঁধেছেন।
মোদী সরকার দুর্দান্ত ভাল কাজ করছে বলে দাবি করে জোশী বলেন, ‘‘বিরোধীরা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে, যা সংসদের গরিমাকে ক্ষুণ্ণ করছে। বিরোধীদের এমন করার কারণ, তাঁদের কাছে সরকারের বিরুদ্ধে বলার মতো কিছুই নেই।’’
অন্যদিকে, সোমবার থেকে শুরু হয়ে সংসদের বাদল অধিবেশন চলবে ১২ অগস্ট পর্যন্ত। সোমবারই সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাদল অধিবেশনে ২৯টি বিল পেশ হতে চলেছে, তার মধ্যে ২৪টি নতুন বিল। অগ্নিপথ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে বিঁধতে প্রস্তুত বিরোধীরাও। সব মিলিয়ে বাদল অধিবেশন উত্তাল হতে পারে।
এ বারের বাদল অধিবেশনে পেশ হতে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে রয়েছে ‘দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিয়ডিক্যালস বিল, ২০২২’। প্রস্তাবিত বিলে প্রেস রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টি করে তার আওতায় ডিজিটাল সংবাদমাধ্যমগুলোকে আনা হবে। এর ফলে এই প্রথম দেশে ডিজিটাল সংবাদমাধ্যমকেও সরকারি নজরদারির আওতায় আনা হবে। আরও ২৮টি বিল এই অধিবেশনে পেশ হতে চলেছে। সরকারের পাশাপাশি তৈরি বিরোধীরাও। রবিবার সর্বদল বৈঠকে বিরোধীরা বাদল অধিবেশনের জন্য রণকৌশল স্থির করে। সেই বৈঠকে হাজির ছিল তৃণমূলও।