প্রস্রাবকাণ্ডের পর এবার খাবারে পাথর। ফের একবার বিতর্কের শিরোনামে এয়ার ইন্ডিয়া। এমনই অভিযোগ করেন এক যাত্রী। সংঘমিত্রা সাঙ্গওয়ান নামক এক যাত্রী টুইট করে এই অভিযোগ জানান। টুইটের ছবিতে দেখা যায়, খাবারের প্লেট নিয়ে বসে আছে তিনি। তবে হাতে ধরা পাথরের এক টুকরো। তিনি লেখেন, ‘‘পাথরমুক্ত খাবার দিতে অর্থ বা সামর্থের কোনও প্রয়োজন নেই এয়ার ইন্ডিয়া।" এই ধরনের গাফিলতির কোনও ক্ষমা নেই বলেও মন্তব্য করেন ওই যাত্রী।
এই সর্বপ্রিয়া সঙ্গওয়ান টুইটার হ্যান্ডলে নিজে ভারতে ইউটিউবের প্রধান বলে পরিচয় দিয়েছেন। যদিও তাঁর এই টুইটের পরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া। এই বিমান সংস্থার তরফে জানানো হয়, খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।