ফের বিতর্কে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। চলন্ত বিমানে বসেই ধূমপান করেন এক যাত্রী। বারণ করলে, উলটে বচসা করেন। ইতিমধ্যেই ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। পুলিশকে এয়ার ইন্ডিয়ার এক কর্মী জানিয়েছেন, বিমানে ধূমপানের অনুমতি নেই। অভিযুক্ত ব্যক্তি রমাকান্ত বিমানের বাথরুমে ঢুকে ধূমপান করছিলেন। অ্যালার্ম বেজে ওঠে। বিমানকর্মীরা বাথরুমের সামনে গিয়ে দেখেন, সিগারেট নিয়ে বসে ওই ব্যক্তি। তাঁর হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেওয়া হয়। এতেই মেজাজ হারান তিনি। ক্রু ও সদস্যদের উপর চিৎকার করতে থাকেন।
আরও পড়ুন: এবার কি সুকন্যা-অনুব্রত মুখোমুখি ? দিল্লি ডাকা হতে পারে সুকন্যাকে, ইঙ্গিত ইডির
এখানেই থামেননি ওই ব্যক্তি। বিমানের দরজা খোলারও চেষ্টা করেন তিনি। বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে আসনে বসানো হয়। বিমানের সামনে আসনে মাথা ঠোকেন তিনি। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।