সোমবার রাম মন্দিরের উদ্বোধন। তারজন্য ইতিমধ্যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন অযোধ্যায়। ভিড় নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে অযোধ্যা স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয়েছে। তারই মধ্যে রবিবার দিল্লি থেকে একটি বিমান পৌঁছল অযোধ্যায়।
ভিডিওতে কী দেখা গিয়েছে?
ইন্ডিগোর ওই বিমানের ভিতরের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বিমানের ভিতরেই রাম ভজন করছেন বিমানের যাত্রীরা। অনেককে নাচতেও দেখা গিয়েছে।
কে কে উপস্থিত থাকবেন?
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা। মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এছাড়াও সারা দেশের প্রায় ৪০০০ সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন সেখানে।
Read More- অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা, কড়া নিরাপত্তা মোতায়েন শহরে
রাম মন্দিরের উদ্বোধনের জন্য বিভিন্ন ক্রিয়া কর্ম শুরু হয়েছে ১৬ তারিখ। মূল মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার।