এবার বিমানের(aeroplane) মতো ট্রেনেও(Train) চালু হচ্ছে কড়া নিয়মবিধি। এত দিন বিমানযাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিলে গুণতে হত বাড়তি টাকা। এবার ট্রেনেও অতিরিক্ত ওজনের(Extra Luggage) মালপত্র নিতে চাইলে আগে থেকেই করতে হবে বুকিং। অন্যথায় হতে পারে প্রায় ৬ গুণ জরিমানা।
বর্তমানে নিখরচায় প্রথম শ্রেণির এসিতে(1st Class AC) যাত্রীরা মাথাপিছু ৭০ কিলোগ্রাম ওজনের সামগ্রী সঙ্গে নিতে পারেন। এসি দ্বিতীয় টিয়ারের(AC Two Tier) ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৫০ কিলোগ্রাম। আবার এসি তৃতীয় টিয়ার(AC Three Tier), স্লিপার ও চেয়ার কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ কিলোগ্রাম ওজনের মালপত্র নিতে পারেন একজন যাত্রী। দ্বিতীয় শ্রেণির(Second Class) ক্ষেত্রে মাথাপিছু নেওয়া যেতে পারে ২৫ কেজি। তবে এই নিয়মের বাইরেও প্রত্যেক ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন- Karnataka Bus Accident: কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে জীবন্ত দগ্ধ ৭
কিন্তু নতুন নিয়মে আগাম বুকিং করে উঠতে হবে ট্রেনে। টিকিট কাটার সময়েই চাইলে বুক করে নেওয়া যেতে পারে অতিরিক্ত লাগেজ(Extra Luggage)। নয়তো অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট যাত্রীকে, ট্রেন ছাড়ার অন্তত আধঘণ্টা আগে স্টেশনের লাগেজ বা পার্সেল অফিসে যোগাযোগ করতে হবে। যথাযথভাবে বন্ধ করা থাকতে হবে ব্যাগপত্রের মুখ। নতুন নিয়মে(New Luggage Rule) কিছুটা হলেও সমস্যায় পড়লেন ভ্রমণপিপাসুরা।