ওড়িশার বালাসোরে দুর্ঘটনার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্য়া। আহত রেলযাত্রীদের ভর্তি করা হয়েছে বালাসোরের একাধিক হাসপাতালে। প্রয়োজন হচ্ছে রক্তের। সেকারণে রক্তদান করতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন বিভিন্ন হাসপাতালে।
এখনও পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৩৩ এবং আহতের সংখ্যা ৯০০ র বেশি। আহতদের উদ্ধার করে বালাসোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চাহিদা বাড়ছে রক্তের। সেই চাহিদা পূরণে এগিয়ে এলেন সাধারণ মানুষ। বালাসোরের বিভিন্ন ব্ল্যাডব্যাঙ্কে দেখা গেছে সাধারণ মানুষের লম্বা লাইন।
জানা গিয়েছে, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এবং কামরাগুলি করমণ্ডল এক্সপ্রেসের লাইনে এসে পড়ে। সেখানেই সজোড়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। ঘটনাস্থলে শনিবার সকালে পৌঁছে গেছেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। ঘটনার পূর্ণাঙ্ক তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি।