পুজো আসছে। তাই গাড়ি নিয়ে চলছে জোরকদমে শপিং। শনিবারেও আপনি কি গাড়ি নিয়ে শপিংয়ে যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে জেনে নিন আজকের পেট্রল ও ডিজেলের দাম।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price) কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে । আজ, শহরে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা ।
রাজধানী দিল্লিতেও জ্বালানির দামে তেমন বড়সড় পরিবর্তন হয়নি। শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯৬টাকা ৭২ পয়সা এবং ডিজেলের দাম ৮৯টাকা ৭২ পয়সা।
Read More- অভিষেকদের ধর্নাতেই কি টনক নড়ল বিজেপির? আজ কলকাতায় আসছেন মন্ত্রী নিরঞ্জন জ্যোতি
আপনি মোবাইল থেকেও পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। তারজন্য একটি SMS করতে হবে। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।