কেরলে রাজনৈতিক অশান্তির জেরে দেশে ৫ বছরের জন্য নিষিদ্ধ পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। বুধবার বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। প্রথমে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ করার কথা থাকলেও পরে ওই সময়সীমা বাড়িয়ে ৫ বছর করা হয়। উল্লেখ্য, সপ্তাহভর অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্র।
শুধু এই একটি রাজনৈতিক দলই নয়। পিএফআইয়ের সঙ্গেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, কেপস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, জুনিয়র ফ্রন্ট সহ আরও আটটি দলকে। নিষিদ্ধ এই দলগুলি ৫ বছরের জন্য কোনও কর্মসূচি, অর্থ সংগ্রহ করতে পারবে না। পাশাপাশি, দেশের কোনও প্রান্তে অফিস খুলতে পারবে না। কেন্দ্রের অভিযোগ, নিষিদ্ধ ওই ৮টি সংগঠন পিএফআইয়ের সহযোগী।
আরও পড়ুন- NIA raids PFI: পিএফআইয়ের বিরুদ্ধে ফের অভিযানে এনআইএ, আট রাজ্যে হানা, কড়া নিরাপত্তা দিল্লিতে