কথা ছিলই, কথা রাখলও পূর্ণিমার চাঁদ। ঝলসানো রুটির মতোই বটে, সে ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
সোমবার সন্ধেয় আকাশে উঠল বছরের প্রথম সুপার মুন, জুলাই মাসের এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে।
এই দিন চাঁদ ছিল পৃথিবী থেকে মাত্র ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে। সোমবারের পর মঙ্গলবারও রাতের আকাশে বেশ উজ্জ্বল চাঁদই দেখা যাবে।