ভারতের প্রথম রিজিওনাল ফাস্ট ট্রানজিট সিস্টেম 'নমো ভারত'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এই ট্রেনকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী। আঞ্চলিক সেমি-হাইস্পিড ট্রেনের প্রথমে নামকরণ করা হয়েছিল র্যাপিড-এক্স। উদ্বোধনের আগের দিনই ট্রেনের নাম বদলে রাখা হয় 'নমো ভারত' (Namo Bharat')।
উত্তর প্রদেশের সাহিবাবাদ থেকে দুহাই ডিপো স্টেশন পর্যন্ত চালানো হবে এই আঞ্চলিক র্যাপিড ট্রেনটি। উদ্বোধনের পর এদিন এই ট্রেনে সফরও করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিল স্কুলপড়ুয়া কচিকাঁচার দল। তাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি র্যাপিড এক্স ট্রেনের কর্মীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন - টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন, বিজেপির বিরুদ্ধে পাল্টা বিবৃতি মহুয়ার
গত ২০১৯ সালের ৮ মার্চ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ১৭ কিমি দীর্ঘ এই করিডোরের উদ্বোধন হল শুক্রবার। আগামীকাল, শনিবার অর্থাৎ ২১ অক্টোবর থেকে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে এই সিস্টেমে।