আগামী দিনে ভারতবর্ষে কোনও জাতিভেদ এবং সাম্প্রদায়িকতা থাকবে না। G20 সম্মেলনের আগে সংবাদসংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, উন্নত দেশ হিসেবে ১০০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। এবং সেই সময় দেশে কোনওরকম দুর্নীতি, জাতিভেদ এবং সাম্প্রদায়িকতার ভেদাভেদ থাকবে না।
ওই সাক্ষাৎকারে আসন্ন G20 সম্মেলনের একাধিক বিষয়ও উঠে এসেছে। তাঁর কথায় ভারততবর্ষকে বিশ্বের বাকি দেশ পথপ্রদর্শক হিসেবে দেখছে। পাশাপাশি নাম না করে কংগ্রেস সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর মতে ভারতবর্ষকে আগে বিশ্বের অন্য দেশগুলি ১০০ কোটির ক্ষুধার্ত পেট হিসেবে দেখলেও বর্তমানে দৃষ্টিভঙ্গি বদলেছে। বর্তমানে ভারতবাসীরা একাধিক কাজে দক্ষ হয়েছে বলেও মন্তব্য তাঁর।