এবার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মনাশা সংস্কৃতি নিয়েই বিরোধীদের কটাক্ষ করেন তিনি। তাঁর মন্তব্য, বিরোধীরা নিজেরাও কাজ করে না, আর কাজ করতেও দেয় না।
রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫০৮টি রেল স্টেশনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সব স্টেশনগুলিই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আরও সুসজ্জিত করে তোলা হবে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রসঙ্গে টেনে আনেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সম্মান এখন অনেক বেড়েছে। তিন দশক পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চলছে। আমরা এখন নেতিবাচক রাজনীতি করছি না, ইতিবাচক রাজনীতির দিকে এগিয়ে চলেছি।"
রবিবার বিরোধীদের দিকে তোপ দাগলেও মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা রয়েছে বিরোধী জোট ইন্ডিয়া শরিকদের। তার আগেই বিরোধীদের দিকে তোপ দেগে অস্ত্রে শান দিয়ে নিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।