দেশজুড়ে পালন করা হচ্ছে 'শহিদ দিবস' (Shaheed Diwas)। মহাত্মা গান্ধীর ৭৪-তম মৃত্যুবার্ষিকীকে (Mahatma Gandhi death anniversary) স্মরণ করছেন দেশের তাবড় নেতারাও।
রবিবার সকালেই এই দিনটিকে স্মরণ করে টুইট (Tweet) করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
আরও পড়ুন: KYC আপডেটের নামে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি, মিম বানিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ
ওই টুইটে তিনি (PM Modi Twitter) লেখেন, "তাঁর পুণ্যতিথিতে 'বাপু'কে আমরা স্মরণ করছি (Remembaring Bapu on his punya tithi)। তাঁর মতাদর্শ আমাদের পাথেয়। সেই মতাদর্শ মেনে এগিয়ে চলাই আমাদের সকলের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আজ আন্তর্জাতিক শহিদ দিবসে (International martyr's day) স্মরণ করি সেইসব মহান ব্যক্তিকে, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ দিয়েছেন। তাঁদের সাহস এবং কীর্তি চিরকালই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে"।