নমামি গঙ্গা প্রকল্পে (Namami Ganga Project) প্রয়োজনীয় অর্থের যোগান দিতে বিশেষ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । গঙ্গার উন্নতি সাধনে রাজনৈতিক জীবনে পাওয়া ১২০০টিরও বেশি উপহার দান করতে চলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi to auctioned his gifts) । আগামী শনিবার, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর উপহারগুলি নিলামে ওঠার কথা রয়েছে । ২ অক্টোবর পর্যন্ত pmmementos.gov.in ওয়েবসাইটে এই নিলাম চলবে ।
প্রধানমন্ত্রীর পাওয়া ওই সমস্ত উপহারের মধ্যে যেমন সাধারণ মানুষের দেওয়া ভেট রয়েছে, তেমনই বিভিন্ন মহলের খ্যাতনামা ব্যক্তিদের দেওয়া উপহারও রয়েছে । এই উপহারগুলি এতদিন পর্যন্ত ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে প্রদর্শিত হত । এবার তা নিলামে উঠবে । আর্ট গ্যালারির শীর্ষ অধিকর্তা অদ্বৈত গড়ানায়ক জানিয়েছেন,১০০টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের উপহার রয়েছে ।
আরও পড়ুন, ED Money Recovery : গত তিন মাসে টাকা উদ্ধারে ইডির শতরান, কিন্তু এই টাকা থাকবে কোথায় ?
উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয়েছিল নমামি গঙ্গা প্রকল্প । মূলত, গঙ্গার দূষণ মুক্তি, সংরক্ষণ এবং সৌন্দর্যায়নই এই প্রকল্পের উদ্দেশ্য ।