তাঁর বক্তব্যের মতোই তাঁর পোশাকেও চমক থাকে বিভিন্নরকমের। বুধবার লোকসভায় এসে সে কথাকেই যেন ফের প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিশেষ নীল রঙের জ্যাকেট পরে লোকসভায় এলেন প্রধানমন্ত্রী তা আসলে রিসাইকেল করা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি! গত সোমবারই বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকে এই নমুনাটি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এ দিন তিনি সেই জ্যাকেট পরেই চলে আসেন পার্লামেন্টে।
জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল-এর তরফে তাঁকে রিসাইকেল করা বোতল দিয়ে তৈরি-করা একটি জ্যাকেট উপহার দেওয়া হয়। সংস্থাটি তাদের পেট্রল পাম্প এবং এলপিজি এজেন্সি-র কর্মীদের জন্য এই পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। মোদীর জন্য জ্যাকেট তৈরি করতে মোট ১৫'টি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীকে যে জ্যাকেটটি দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে, তার ফ্যাব্রিক তৈরি করে দিয়েছে তামিলনাড়ুর করুরের শ্রী রেঙ্গা পলিমার নামক সংস্থা।