বৈদ্যুতিক যন্ত্রের প্রতি আকর্ষণ মানুষকে ক্রীতদাসে পরিণত করে। এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার দিল্লিতে 'পরীক্ষা পে চর্চা' (Parksha Pe Charcha) কর্মসূচিতে পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী জানান, প্রত্যেকের বাড়িতে এটেকনোলজি ফ্রি জোন থাকা উচিত। প্রধানমন্ত্রীর পরামর্শ ওই ফ্রি জোনে প্রযুক্তি ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখা উচিত।
পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী পরামর্শ দেন, সপ্তাহে একদিন বা দিনে কয়েকঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার অভ্যেস করতে হবে। এই প্রসঙ্গে নিজের উদাহরণও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, "আমার হাতে কি মোবাইল দেখেছেন? আমি কিন্তু সামাজিক মাধ্যমে খুব সক্রিয়।" নিজেকে একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: দেশজুড়ে ২৮৭টি ট্রেন বাতিল ভারতীয় রেলের, তালিকায় শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের নিয়ে আগেও কর্মসূচি করেছেন প্রধানমন্ত্রী। এবার মোট ৩৮ লক্ষ পড়ুয়া এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করেন। মোট ২০ লক্ষ প্রশ্ন জমা পড়েছিল। প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।