নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির চিফ অ্যাসলে তোজোর কথায় এমনই ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার। এই মুহূর্তে নরওয়ের নোবেল কমিটির প্রতিনিধিরা ভারতে রয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তোজো বলেন, "ভারত থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেক মনোনয়ন রয়েছে। আমরা মোদীর প্রচেষ্টা লক্ষ্য করেছি। মোদীর মতো শক্তিশালী নেতার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে।" তিনি জানিয়েছেন, বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব অনেকটাই। এমন একটি দেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধে ইতি টানতে বিশ্বাসযোগ্যতা ও ক্ষমতা ব্যবহার করবে ভারত, মনে করছেন অ্যাসলে তোজো।
সেপ্টেম্বরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের প্রশংসা করেন তিনি। সেই বৈঠকে ভারতকে প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে জানান, "এটা যুদ্ধের সময় নয়।"