মঙ্গলবার বিরোধী দলনেতার সঙ্গে মিনিট কয়েকের কথোপকথন হল স্বয়ং প্রধানমন্ত্রীর(PM Modi meets Suvendu Adhikari)। সংসদ ভবনে শুভেন্দুকে দেখে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। এরপর সংসদের লনে একান্তে বেশ কয়েক মিনিট বাক্যালাপ হয় দু'জনের। পঞ্চায়েত ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
এদিন পূর্বনির্ধারিত সূচি মেনে অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজ্যের বিরোধী দলনেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে উঠে আসে পঞ্চায়েত ভোটে(BJP on Panchayet Vote 2023) দলের সংগঠনের প্রসঙ্গ। তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন শুভেন্দু। বৈঠক শেষে রাজ্যের বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রীর(Amit Shah on TMC) হাতে ‘১৯৫৬ বুকলেট’ তুলে দেন। তাঁদের মধ্যে পঞ্চায়েত ভোট ছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও কথা হয়।
অন্যদিকে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের(Giriraj Singh) সঙ্গেও এদিন বৈঠক হয় শুভেন্দুর। সেখানে আবাস যোজনায়(PM Awas Yojana Corruption) শাসকদলের দুর্নীতির বিস্তারিত খতিয়ান তুলে দেন গিরিরাজ সিংয়ের হাতে। এরপর শুভেন্দু দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar on TMC) সঙ্গে। তাঁকেও ‘১৯৫৬ বুকলেট’ তুলে দিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা।