অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে আমন্ত্রিত দেশ বিদেশের কয়েক হাজার অতিথি। এই আবহে নজরুল গীতি ব্যবহার করে বাংলার মানুষদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার সকালে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে নজরুলগীতি 'মন জপ নাম' শেয়ার করেন। ক্যাপশানে লেখেন, "বাংলার মানুষের প্রভু রামের প্রতি অসীম ভক্তি আছে। তার প্রমাণ নজরুলের এই গান।" প্রধানমন্ত্রী সঙ্গীতশিল্পী পায়েল করের গাওয়া এই গান শেয়ার করেছেন।
আরও পড়ুন: রামমন্দিরের জন্য সবথেকে বড় তালা উপহার, হায়দরাবাদ থেকে এল ১২৬৫ কেজি লাড্ডু