PM Modi to meet CMS: দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Updated : Apr 24, 2022 08:44
|
Editorji News Desk

দেশে ফের বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ (Covid Daily Graph) । দিল্লির পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । এদিকে, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে সব দেশকেই সতর্ক করেছে WHO । এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi to meet Cms) । আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে ।

এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । স্বাস্থ্যমন্ত্রকের তরফে একাধিক শীর্ষ আধিকারিক থাকবেন । জানা গিয়েছে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী । বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংশ্লিষ্ট রাজ্য়ের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন তিনি । তাছাড়া, করোনার চতুর্থ ঢেউ (Corona Fourth Wave) এলে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় বা সংক্রমণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে । দেশে উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব একটি বিশেষ বিশেষ উপস্থাপনা পেশ করবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন, Covid vaccine for children: জরুরি প্রয়োজনে পাঁচ থেকে বারো বছর বয়সীদের দেওয়া হবে কোরবেভ্যাক্স
 

চলতি বছরের শুরুতেই দেশে করোনার দাপট বেড়েছিল । করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করেছিল গোটা দেশ । তবে, এক মাসের মধ্যেই সংক্রমণের দাপট ধীরে ধীরে কমতে শুরু করে । এমনকী, ৩১ মার্চের পর থেকে গোটা দেশে করোনা বিধিনিষেধও তুলে নেওয়া হয় । ফের আগের মতোই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে । কিন্তু, গত সপ্তাহ থেকেই ফের একাধিক রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । সেই তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র-সহ আরও বেশ কয়েকটি রাজ্য । এদিকে, ইতিমধ্যে দেশের পাঁচ রাজ্য দিল্লি, হরিয়ানা, মিজোরাম, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (ministry of Health and family welfare)।

টেস্ট, ট্র্যাক, ট্রিট অ্যান্ড ভ্যাকসিনেট, এই চার কড়া দাওয়াই দেওয়া হয়েছে পাঁচ রাজ্যকে । অর্থাৎ কোভিড পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে । সেই সঙ্গে সংক্রমিতদের খুঁজে বের করে তাঁদের চিকিৎসা করতে হবে এবং টিকাকরণ বাড়াতে হবে । মাস্কের ব্যবহার অবশ্যই জারি রাখতে হবে । ভিড় এলাকায় মাস্ক ছাড়া ঘুরলেই জরিমানা করতে হবে বলেও পরামর্শ দিয়েছে কেন্দ্র । চতুর্থ ঢেউয়ের আগাম সতর্কতা হিসাবে এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Chief MinisterCOVID 19Narendra ModiIndia Covid-19 cases

Recommended For You

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও