একসঙ্গে তিন রকমের পরিস্থিতি। এরমধ্যেই সোমবার ফের ভার্চুয়ালে বৈঠকে (Virtual Meet) মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Jeo Biden)। রুশ (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধের মধ্যেই শ্রীলঙ্কা (Sri lanka) এবং পাকিস্তানের (Pakistan) পরিস্থিতি। কূটনৈতিক মহলে খবর, দুই রাষ্ট্রনেতার বৈঠকে এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে চলেছে।
দিল্লিতে বিদেশমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, সোমবারের বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয় নিয়েই আলোচনা করবেন মোদী-বাইডেন। কিন্তু কূটনৈতিক মহল মনে করছেন, এই পরিস্থিতিতে নিজেদের সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সুযোগ মোটেই হাতছাড়া করতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবারই সংসদে দাঁড়িয়ে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে কাঠগড়ায় তুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত রাশিয়ার। এই পরিস্থিতির মধ্যে শনিবার গভীর রাতে আবার পাশা বদলে গিয়েছে পাকিস্তানের। গদি হারিয়েছেন ইমরান খান। আর চিনের হাত থেকে শ্রীলঙ্কাকে আটকাতে কলম্বোর উপর দু দেশের কড়া নজর রয়েছে বলেই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
তবুও বিদেশমন্ত্রক জানিয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন মোদী-বাইডেন। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
মোদী-বাইডেন বৈঠকে বসার আগেই অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে দিল্লি ও ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, রাশিয়া নয়, বরাবর ভারত তেল কেনে আমেরিকার কাছ থেকে। এখনও তাই কিনছে।