রাজ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়ে গেল । সোমবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি-গামী এই ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এটা রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস আর দেশের ১৮ তম । তবে,এটা উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস । অসমের প্রথম সেমি-হাই স্পিড ট্রেনটি গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়িকে যুক্ত করবে । পাঁচ ঘণ্টা তিরিশ মিনিটেই ৪১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন ।
রেল সূত্রে খবর, এনজেপি থেকে সকালে ৬টা ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। চালু হওয়ার পর নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে মোট ৫টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাঁও ও কামাখ্যা।
রাজ্যে প্রথম হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। এরপর ওড়িশা থেকে হাওড়া-পুরী বন্দে ভারত চালু করে রেল। এবার এনজেপি থেকে গুয়াহাটি।