আদানি ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। বিরোধীদের অভিযোগ সরকার পক্ষের প্রত্যক্ষ মদতে দুর্নীতি করছে আদানি গোষ্ঠী। তাদের এই ভূমিকায় নতুন করে সঙ্কট ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার বিরোধীদের দাবি মেনে সংসদে বিবৃতি দিতে উঠে, দুর্নীতির প্রশ্নে কংগ্রেসকেই পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে প্রধানমন্ত্রীর দাবি, ২০০৪ থেকে ২০১৪ ভারতের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইডিকে ধন্যবাদ। কারণ, তারাই আজ বিরোধীপক্ষকে একজোট করেছে।
প্রধানমন্ত্রীর এই দাবির পরেই সংসদে ফের ঝড় তোলেন বিরোধীরা। খানিকক্ষণের জন্য থমকে যান প্রধানমন্ত্রীও। কিন্তু নতুন করে শুরু করে তিনি জানান, গণতন্ত্রে সমালোচনা প্রয়োজন। এবং সেই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলেই মনে করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধীরা এখন শুধু সরকারকে গালিগালাজ করে। এর বাইরে তারা কিছু ভাবতেই পারে না। করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোদীর দাবি, সঙ্কটের সময়েও ভারতীয় অর্থনীতি পঞ্চম স্থানে ছিল।
তবে এদিন প্রধানমন্ত্রীর ভাষণে আগাগোড়া ছিল কংগ্রেসকে ঘিরে আক্রমণ। কটাক্ষের সুরেই তিনি দাবি করেন, শুধু হাভার্ড কেন, বিশ্বের যে কোনও বিশ্ববিদ্যালয়ই কংগ্রসকে নিয়ে লেখাপড়া করবে। ইংরেজরা দেশের রেল ব্যবস্থাকে যেখানে ছেড়ে গিয়েছিল, এতদিন তা সেখানেই পড়ে ছিল। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্যানিটারি নেপকিন থেকে শৌচালয়, সব ব্যাপারে দেশবাসীর সঙ্গে কথা বলেন।